techniqueedu@gmail.com

9674982097/9830482096/(033) 2686-3682

Admission : 9830306780, 7980163645

AICTE VAANI

Read in English

AICTE-VAANI

 

-দিনের কর্মশালা

বিষয়:
কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা সায়েন্স
তারিখ: ১৯.১১.২০২৫ থেকে ২১.১১.২০২৫

 

আয়োজক:
কম্পিউটার সায়েন্সঅ্যান্ডটেকনোলজিবিভাগ

 

পৃষ্ঠপোষকতা:
AICTE – VAANI
প্রকল্পের অধীনে

-মেইল আইডি: dcst@techniquuedu.com

 

 

টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট: দক্ষতার পথে এক যাত্রা

টেকনিকপলিটেকনিক ইনস্টিটিউট(TPI), ২০০৮ সালেপ্রতিষ্ঠিত, একটিশীর্ষস্থানীয় ডিপ্লোমাইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানযা AICTE (অল ইন্ডিয়াকাউন্সিল ফরটেকনিক্যাল এডুকেশন)দ্বারা অনুমোদিতএবং পশ্চিমবঙ্গরাজ্য কারিগরি বৃত্তিমূলক শিক্ষা দক্ষতা উন্নয়নপরিষদ (WBSCT&VE&SD)-এরসাথে সংযুক্তহুগলির নিকটবর্তীসুগন্ধ্যা, পাঁচরোখি তেঅবস্থিত এইপ্রতিষ্ঠানটি প্রযুক্তিগতউৎকর্ষ, শৃঙ্খলা শিক্ষার্থীদের সার্বিকবিকাশের প্রতিঅঙ্গীকারবদ্ধতার জন্যবিশেষ সুনামঅর্জন করেছে

 

এইপ্রতিষ্ঠানটি সিভিলইঞ্জিনিয়ারিং, মেকানিক্যালইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যালইঞ্জিনিয়ারিং, কম্পিউটারসায়েন্স অ্যান্ডটেকনোলজি, এবংইলেকট্রনিক্স অ্যান্ডটেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংএবং সার্ভে ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ডিপ্লোমা কোর্সএর পঠন-পাঠন করানো হয়

 

TPI-এরএকাডেমিক পরিবেশউদ্ভাবনী শিক্ষণপদ্ধতি, আধুনিকল্যাবরেটরি, এবংহাতে-কলমেশেখার উপরজোর দিয়েশিল্প সমাজের প্রয়োজনমেটাতে গঠিতহয়েছে। প্রতিষ্ঠানেরঅভিজ্ঞ শিক্ষকবৃন্দ,অত্যাধুনিক পরিকাঠামো,এবং শিক্ষার্থী-কেন্দ্রিকদৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদেরমধ্যে প্রযুক্তিগতদক্ষতা নৈতিক মূল্যবোধউভয়ই বিকশিতকরে

 

ক্যাম্পাসটিআধুনিক শ্রেণিকক্ষ (স্মার্ট ক্লাস রুম), ওয়ার্কশপ, ডিজিটাললারনিং রিসোর্স ও আধুনিক গ্রন্থাগারএর সুবিধা এবংWi-Fi সংযোগসহ একটিশিক্ষণ উদ্ভাবনের অনুকূলপরিবেশ তৈরিকরেছে

 

শিক্ষারবাইরেও, প্রতিষ্ঠানটিসহপাঠক্রমিক পাঠক্রম বহির্ভূতকার্যক্রমে বিশেষগুরুত্ব দেয়,শিক্ষার্থীদের প্রযুক্তিগতপ্রদর্শনী, কর্মশালা,সেমিনার, শিল্পসফর এবংসমাজসেবামূলক কার্যক্রমেঅংশগ্রহণে উৎসাহিতকরে

 

এই প্রতিষ্ঠান এর ট্রেনিং প্লেসমেন্টসেল শিক্ষার্থীদেরশিক্ষার সঙ্গেকর্মসংস্থানের মধ্যেসংযোগ স্থাপনকরে, তাদেরসম্ভাবনাময় পেশাগতজীবনের দিকেপরিচালিত করে

 

বছরেরপর বছর ধরে,টেকনিক পলিটেকনিকইনস্টিটিউট একটিউৎকর্ষ কেন্দ্রহিসেবে বিকশিতহয়েছে, যেখানেদক্ষ, আত্মবিশ্বাসীএবং সমাজসচেতনপ্রযুক্তিবিদরা গড়েউঠছে, যারাজাতি গঠনেঅর্থবহ অবদানরাখছে

 

কম্পিউটার সায়েন্সঅ্যান্ডটেকনোলজিবিভাগ

২০০৮ সালে প্রতিষ্ঠিত টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি (CST) বিভাগটি শুরু থেকেই প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছে । শুরু থেকেই বিভাগটি উচ্চমানের প্রযুক্তিগত শিক্ষা প্রদান এবং ক্রমবর্ধমান কম্পিউটার বিজ্ঞানের জগতে উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই বিভাগ টি প্রথমে ৬০ আসন সংখ্যা দিয়ে শুরু হয় এবং বর্তমানে এর আসন সংখ্যা ১২০ । এই বিভাগটি ন্যাশনাল বোর্ড অব অ্যাক্রিডিটেশন দ্বারা স্বীকৃত । এই বিভাগে রয়েছে সুসজ্জিত আধুনিক ল্যাবরেটরি, উন্নত কম্পিউটিং সুবিধা, এবং অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকবৃন্দ, যারা ছাত্রছাত্রীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করেন । বিভাগের পাঠ্যক্রমটি বর্তমান শিল্পক্ষেত্রের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি করা হয়েছে । শ্রেণিকক্ষের পাঠের বাইরে শিক্ষার্থীদের বিভিন্ন কর্মশালা, টেকনিক্যাল সেমিনার, কোডিং প্রতিযোগিতা ও প্রজেক্ট প্রদর্শনীতে অংশগ্রহণে উৎসাহিত করা হয়, যা তাদের দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধি করে ।

 

CST বিভাগ গর্বের সঙ্গেএমন দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারতৈরি করে চলেছে, যারাআজ বিভিন্ন নামী আইটি সংস্থায়কর্মরত, উচ্চতর শিক্ষায় অধ্যয়নরতঅথবা নিজস্ব প্রযুক্তি উদ্যোগগড়ে তুলছেন শিক্ষাগত উৎকর্ষতা, উদ্ভাবন ও কর্মসংস্থানের সুযোগ—এইতিনটি মূল লক্ষ্য নিয়েবিভাগটি ডিজিটাল যুগে শিক্ষার্থীদের ভবিষ্যৎগড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকাপালন করছে

 

কর্মশালার উদ্দেশ্য

AICTE–VAANI (Vibrant Advocacy for Advancement and Nurturing of Indian Language) প্রকল্পের অধীনেআয়োজিত এইকর্মশালার মূললক্ষ্য হলোশিক্ষকদের পেশাগতদক্ষতা একাডেমিক জ্ঞানকে আরওসুদৃঢ় করা

 

প্রধান উদ্দেশ্যসমূহ:

    কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence – AI) এবং ডেটা সায়েন্সেরধারণা প্রয়োগ সম্পর্কে উন্নত বিস্তৃতজ্ঞান প্রদানকরা

    শিক্ষকদের এমনদক্ষতায় পারদর্শীকরে তোলা,যাতে তারাAI ডেটাসায়েন্সকে একাডেমিকপাঠ্যক্রম আধুনিক শিক্ষণ পদ্ধতিতেকার্যকরভাবে অন্তর্ভুক্তকরতে পারেন

    উদ্ভাবনী, তথ্যভিত্তিক শিক্ষণকৌশল পাঠ্যক্রম নকশারবিকাশকে উৎসাহিতকরা, যাউদীয়মান প্রযুক্তিরসঙ্গে সামঞ্জস্যপূর্ণ

    মেশিন লার্নিং, ডিপলার্নিং, বিগডেটা অ্যানালিটিক্স সংশ্লিষ্টক্ষেত্রসমূহে প্রয়োজনীয়সরঞ্জাম প্রযুক্তির হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানকরা

    অন্তর্ভুক্তিমূলক, প্রযুক্তিনির্ভর শিক্ষণ পদ্ধতিরসচেতনতা বৃদ্ধিকরা, যাতেবিভিন্ন পটভূমিরশিক্ষার্থীদের জন্যশিক্ষা আরওসহজলভ্য আকর্ষণীয় হয়

    AI ডেটা সায়েন্সের ক্ষেত্রেগবেষণা, প্রকল্পভিত্তিকশিক্ষণ এবংশিল্পক্ষেত্রের সঙ্গেযৌথ উদ্যোগেশিক্ষকদের অংশগ্রহণকেউৎসাহিত করা

    শিক্ষকদের দক্ষতাকেজাতীয় শিক্ষানীতি(NEP) ২০২০-এরউদ্দেশ্যের সঙ্গেসামঞ্জস্যপূর্ণ করা,বিশেষত প্রযুক্তিনির্ভর ফলাফলভিত্তিকউচ্চশিক্ষা প্রচারেসহায়তা করা

 

 

সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ (Resource Persons)

   ডঃ অরিত্র বন্দ্যোপাধ্যায়
সহকারীঅধ্যাপক,সুপ্রিমনলেজফাউন্ডেশন গ্রুপঅফ ইনস্টিটিউশনস

   শ্রী পার্থ শঙ্কর নায়ক
সহকারীঅধ্যাপক, CSE-DS, ব্রেইনওয়্যার বিশ্ববিদ্যালয়

   মোঃ আলতাব উদ্দিন মোল্লা
সহকারীঅধ্যাপক বিভাগীয় প্রধান, এলিটকলেজঅফ ইঞ্জিনিয়ারিং

   মোঃ তৌফিক আহম্মদ গাজী
সহকারীঅধ্যাপক,আদামাস বিশ্ববিদ্যালয়

   শ্রী সোমনাথ Iজরা
ম্যানেজার কনসাল্টিং, ক্যাপজেমিনি

   শ্রী সৈকত আচার্য
ডেটাআর্কিটেক্ট, ডেটাAI ইগডস

 

অংশগ্রহণকারীদের জন্য মূল তথ্য (Key Information for Participants)

গুরুত্বপূর্ণ:

   ওয়ার্কশপটি অফলাইনমোডেঅনুষ্ঠিতহবে

   রেজিস্ট্রেশনের শেষ তারিখ: 10/11/2025

   কোনোরেজিস্ট্রেশন ফি প্রযোজ্য নয়

   যারাঅন্তত ৮০% উপস্থিতি বজায়রাখবেনএবং মূল্যায়নে কমপক্ষে ৬০% নম্বর অর্জনকরবেন,তাদেরকেসার্টিফিকেট প্রদানকরা হবে

 

এখনই রেজিস্ট্রেশন করুন!

   রেজিস্ট্রেশনের শেষ তারিখ: 10.11.2025

   লিঙ্ক: https://atalacademy.aicte.gov.in/login

   অ্যাপ্লিকেশন আইডি: 2275038248

 

রেজিস্ট্রেশনের ধাপসমূহ:

   https://atalacademy.aicte.gov.in/login যান

   Sign up করুন একজন অংশগ্রহণকারী হিসেবে

   FDPs যান FDP Types নির্বাচন করুন: VAANI Month নির্বাচনকরুন: November Thrust Area নির্বাচন করুন: ARTIFICIAL INTELLIGENCE & DATA SCIENCE

   Application No:2275038248 অনুসন্ধান করুন

   Technique Polytechnic Institute কে হোস্ট ইনস্টিটিউট হিসেবেনির্বাচনকরুনএবং প্রয়োজনীয় NOC সহ আবেদন করুন

 

সম্মানীয় ব্যক্তিবর্গ (Patron & Coordinators)

পেট্রন (Patron):                                                        
শ্রী অভিজিৎ কর্মকার
প্রধান,টেকনিকপলিটেকনিক ইনস্টিটিউট, হুগলি

 

কোঅর্ডিনেটর(Coordinator):
শ্রী দেবাশীষ হাটী
ইন-চার্জ, সিএসটি বিভাগ,টিপিআই
মোবাইলনং: ৮০০১৫০৮২০৪

 

সহ-কোঅর্ডিনেটর(Co-Coordinator):
শ্রীমতি অন্তরা ব্যানার্জী-ভৌমিক
ইন-চার্জ, ইটিসিই বিভাগ,টিপিআই
মোবাইলনং: ৯৮৭৪৬৫১৪৪২

 

সম্মানীয় অতিথি (Guest of Honour):
শ্রী পি. এস. ভট্টাচার্য
ডিন, একাডেমিক অ্যাফেয়ার্স
টিপিআই,হুগলি

 

 

আয়োজক কমিটির সদস্যবৃন্দ (Organizing Committee Members)

   শ্রী ব্রজ গোপাল দে-ইন-চার্জ, সিভিল ইঞ্জিনিয়ারিং (CE)

   শ্রী শমিক চট্টরাজ-লেকচারার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (EE)

   শ্রীমতি মধুরিমা সাঁতরা-লেকচারার, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ETCE)

   শ্রী জয়দীপ গোস্বামী-লেকচারার, কম্পিউটার সায়েন্সএন্ড টেকনোলজি(CST)

   শ্রী সৌভিক বিশ্বাস-লেকচারার, সাইবার ফোরেনসিক্স এন্ড ইনফরমেশন সিকিউরিটি (CFS)

   মিস তৃষা মণ্ডল-লেকচারার, কম্পিউটার সায়েন্সএন্ড টেকনোলজি(CST)

   মিস স্নেহা চক্রবর্তী-লেকচারার, সাইবার ফোরেনসিক্স এন্ড ইনফরমেশন সিকিউরিটি (CFS)

   মিস প্রিয়া মাইতি-লেকচারার, কম্পিউটার সায়েন্সএন্ড টেকনোলজি(CST)

 

স্থান (Venue):

 

টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট
কম্পিউটার সায়েন্সএন্ড টেকনোলজিবিভাগ
সুগন্ধা,হুগলি-৭১২১০২,পশ্চিমবঙ্গ

 

যোগাযোগের তথ্য (Contact Information):

শ্রী দেবাশীষ হাটী | কো-অর্ডিনেটর
মোবাইল: +৯১ ৮০০১৫০৮২০৪
ইমেইল: dcst@techniqueedu.com

 

ওয়ার্কশপের সময়সূচী (Workshop Hours):

সকাল :০০ বিকেল :৩০